ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্যারিয়ার

সাধারণ বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার সময়সূচী

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, অক্টোবর ৩১, ২০১৬
সাধারণ বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার সময়সূচী

জুনিয়র অফিসার ও সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে সাধারণ বীমা কর্পোরেশন।

আগামী ১১ নভেম্বর উভয় পদের লিখিত পরীক্ষা নেয়া হবে।

জুনিয়র অফিসার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। সহকারী ব্যবস্থাপক পদের পরীক্ষা বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকার পাঁচটি কেন্দ্রে জুনিয়র অফিসার পদে ১৯ হাজার ১৬৫ জন এবং সহকারী ব্যবস্থাপক পদে ১৭ হাজার ৭৫০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।

প্রার্থীরা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে sbc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। ডাউনলোডকৃত প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার হলে নিয়ে আসতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন-

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।