ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ক্রিকেটাররা ভালো খেলার চিন্তা করে, টাকার না : লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, ডিসেম্বর ৩, ২০২২
ক্রিকেটাররা ভালো খেলার চিন্তা করে, টাকার না : লিটন ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি: শোয়েব মিথুন

জাতীয় দলের ক্রিকেটাররা ব্যর্থ হলেই শুরু হয় নানা সমালোচনা। কেউ কেউ অর্থনৈতিক বিষয়টিও সামনে নিয়ে আসেন।

‘ভালো খেলার চিন্তা না করে’ টাকার পেছনে ছোটেন ক্রিকেটাররা, এমন অভিযোগও পুরোনো।  

ঘরের মাঠে দিন দুয়েক বাদে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে সিরিজ। এটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দুই ম্যাচের টেস্ট সিরিজ তো টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। ফাইনাল খেলতে ভারতের সামনে প্রতিটি ম্যাচে জয়ের বিকল্প তেমন নেই।

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহের কমতি থাকে না। স্পন্সররাও থাকেন বেশ সরব। সিরিজে ভালো খেললে কি অর্থনৈতিকভাবেও লাভবান হবেন ক্রিকেটাররা? এমন প্রশ্ন যায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাসের কাছে।

এই ব্যাটার শুরুতে উত্তরই দিতে চাইলেন না প্রশ্নের। এরপর তিনি বলেছেন, ‘কালকের ম্যাচের সঙ্গে কি এটার কোনো সম্পর্ক আছে?’

প্রশ্ন কর্তা হাল না ছাড়ায় লিটন শেষ অবধি বললেন, ‘এখন সময় না আয় করবো নাকি করবো না উত্তর দেওয়ার। যেকোনো খেলোয়াড় যখন খেলতে নামে ভালো খেলতেই নামে। কত টাকা আয় করছি সেটা চিন্তা করে না। ’

বাংলাদেশ সময় : ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।