ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আইপিএলের বাকি অংশে ডিজে-চিয়ারলিডার বাদ দেওয়ার আহ্বান গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মে ১৪, ২০২৫
আইপিএলের বাকি অংশে ডিজে-চিয়ারলিডার বাদ দেওয়ার আহ্বান গাভাস্কারের সুনীল গাভাস্কার/সংগৃহীত ছবি

আইপিএল ২০২৫ আবার শুরু হতে যাচ্ছে শিগগিরই, যেখানে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মধ্যে।

তবে এই পর্ব শুরুর আগে একটি সংবেদনশীল আহ্বান জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

তার অনুরোধ, 'অপারেশন সিন্দুর'-এ প্রাণ হারানো সৈনিকদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আইপিএলের বাকি ম্যাচগুলো থেকে ডিজে সঙ্গীত ও চিয়ারলিডার পরিবেশনা বাদ দেওয়া হোক।

এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, “আমরা প্রায় ৬০টি ম্যাচ দেখে ফেলেছি। এখন যেহেতু শেষ ১৫-১৬টি ম্যাচ বাকি, আমি চাই এই অংশটা হোক একটু শান্তভাবে। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো দরকার। আমি চাই না ওভারের মাঝখানে হঠাৎ করে ডিজের চিৎকার বা উচ্চ শব্দে সঙ্গীত বেজে উঠুক। নাচ-গান বাদ দিয়ে শুধুই খেলা হলে সেটা হবে সত্যিকারের সম্মান। ”

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে চলতি আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যায়। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বিসিসিআই ঘোষণা দিয়েছে, ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে আইপিএল।

বাকি ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে— বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, আহমেদাবাদ ও মুম্বাই। সূচি অনুযায়ী দুটি ‘ডাবল হেডার’ও রয়েছে, যেগুলো দুটি রবিবারে হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।