ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

গুরুতর নয় মুশফিকের চোট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, নভেম্বর ৩০, ২০১৭
গুরুতর নয় মুশফিকের চোট ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিটাগং ভাইকিংসের বিপক্ষে বিপিএলের ৩৩তম ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান রাজশাহী কিংসের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চিটাগং ইনিংসে মোহাম্মদ সামির করা প্রথম ওভারের তৃতীয় বল ধরতে গিয়ে চোট পান তিনি।

চোট পাওয়ার পর সাময়িক সেবা নিয়ে কিছুক্ষণ অবশ্য মাঠেই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা মুশফিক। কিন্তু অল্প সময় পরই জাকির হাসানকে গ্লাভস-প্যাড দিয়ে চলে যান মাঠের বাইরে।

 

ম্যাচ শেষে মুশফিকের চোটের অবস্থা জানতে এক্স-রে করানো হয়। তবে এক্সরে রিপোর্টে বাজে কোনো খবর নেই বলে জানিয়েছেন রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদ আহমেদ। কোন ধরণের চিড় ধরা পড়েনি আঙ্গুলে, এমনটি নিশ্চিত করে তিনি বলেন, ‘মুশফিকের চোট গুরুতর নয়। রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। শুধুমাত্র ব্যথা আছে। ’

এবারের আসরে মাঠের পারফরম্যান্সটা মোটেই ভালো যাচ্ছে না মুশফিকের। এখন পর্যন্ত ১০ ম্যাচে খেলে ২১.২৫ গড়ে করেছেন ১৭০ রান। হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মাত্র একাবার। চিটাগংয়ের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে রাজশাহী ৩৩ রানে জয় তুলে নেয়।

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকা পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ঢাকার বিপক্ষে ২ ডিসেম্বর মাঠে নামবে রাজশাহী। সেই ম্যাচে মুশফিক খেলবেন বলে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
এমএম‌এস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।