ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আগের ম্যাচের স্কোয়াড ধরে রাখলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, ডিসেম্বর ১, ২০১৭
আগের ম্যাচের স্কোয়াড ধরে রাখলো অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ব্রিসবেনে ১০ উইকেটে জেতা দল নিয়েই অ্যাশেজের দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শনিবার (২ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে।

আগের দলটিতে নতুন করে কাউকে যোগ করার ইচ্ছে নেই অজি দলপতি স্টিভেন স্মিথের।

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পেস আক্রমণের দায়িত্ব মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের।

অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে, ‘আমি আগের টেস্টের মতোই এই তিন পেসারের উপর আস্থা রাখছি। আশা করি আমরা দ্রুত প্রতিপক্ষের টপ অর্ডারে ধস নামাতে পারবো এবং আগের ম্যাচের মতো সফলতা পাব। গত সপ্তাহটা আমাদের বেশ ভালো কেটেছে। ১-০তে সিরিজে এগিয়ে থাকার মোমেন্টাম ধরে রাখবো। ’

অস্ট্রেলিয়া দল: ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লিওন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ১ ডিসেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।