ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আল আমিনের পর সন্দেহের তালিকায় শরীফুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, ডিসেম্বর ৪, ২০১৭
আল আমিনের পর সন্দেহের তালিকায় শরীফুল্লাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের চলতি আসরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেসার আল আমিন হোসেন। এবার সন্দেহের তীর সিলেট সিক্সার্স স্পিনার শরীফুল্লাহর দিকে।

রোববার (৩ ডিসেম্বর) চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি সোমবার (৪ ডিসেম্বর) বাংলানিউজকে নিশ্চিত করেছে।

সূত্র মতে, ‘শরীফুল্লাহর অধিকাংশ বলই সন্দেহজনক। বিষয়টি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিভিউ কমিটির কাছে পাঠাবো। তাকে আগামী ১৪ দিনের মধ্যে বিসিবির কাছে রিপোর্ট করতে হবে। আপাতত সে খেলা চালিয়ে যেতে পারবে। ’

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)রোববারের ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার শরীফুল্লাহর সন্দেহজনক বোলিং নিয়ে ম্যাচ রেফারি দেবব্রত পালের বরাবর অভিযোগ দাখিল করেন। শরীফুল্লাহর বোলিং অ্যাকশন নিয়ে এর আগেও একবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রশ্ন তুলেছিলেন আম্পায়ররা।

চিটাগং ভাইকিংসের বিপক্ষে এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলেন শরীফুল্লাহ। ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ২ উইকেটের দেখা পেয়েছিলেন এই সিলেট সিক্সার্স স্পিনার।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ৪ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।