ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলবেন গেইল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৯, ডিসেম্বর ৩, ২০১৯
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলবেন গেইল  ক্রিস গেইল: ফাইল ফটো

কিনলেও ক্রিস গেইলকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে এবার সব শঙ্কা কাটতে যাচ্ছে তাদের। সোমবার (০২ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে, ১১ ডিসেম্বর থেকে শুরু হতে হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন জ্যামাইকান ব্যাটসম্যান গেইল। 

সাম্প্রতিক সময়ে, গেইলের আসন্ন বিপিএল অংশ্রহণ নিয়ে সংশয় ছিল। গত সপ্তাহে ক্যারিবিয়ান তারকা বলেছিলেন, ‘আমি জানিনা কিভাবে আমার নাম বিপিএলে গেলো।

’ 

শুরুতে বিপিএলের প্রতি গেইলের অনীহার অবশ্য কারণও আছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪০ বছর বয়সী তারকাকে যে পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিল তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। বিদেশী খেলোয়াড়ের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ১ লাখ মার্কিন ডলার ছিল গেইলের সম্মানী।  

তবে আশার কথা, বিপিএল মাতাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন গেইল। তেমনটাই নিশ্চিত করেছে দলটির কর্মকর্তারা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজিং ডিরেক্টর কেএম রিফাতুজ্জামান বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, গেইল আমাদের হয়ে খেলবেন এবং টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ’ 

তিনি আরও বলেন, ‘গেইল এখন হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তাই আমরা শুরুতে তাকে পাবো না, তবে আমরা আশাবাদী টুর্নামেন্টের কোন একটা সময় আমরা তাকে পাবো। গেইলের এজেন্টের সঙ্গে আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলেছি। কিছু আনুষ্ঠানিকতা এখনও চূড়ান্ত হয়নি, তবে সবকিছু দ্রুত সম্পন্ন হবে। ’ 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্মকর্তা জানিয়েছে, ৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজ ওপেনারকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি গেইলকে পূর্বোক্ত তারিখে পাওয়া যায় তবে তিনি টুর্নামেন্টের ঢাকা পর্বের ফাইনাল লেগে খেলতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।