ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানি স্পিনারের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, ডিসেম্বর ২১, ২০২১
পাকিস্তানি স্পিনারের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ’র বিরুদ্ধে এক কিশোরীকে (১৪) বন্দুক দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল । এই ক্রিকেটার ও তার বন্ধুর বিরুদ্ধে ইসলামাবাদের শালিমার থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ এখন মেয়েটির মেডিক্যাল টেস্ট করার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো ইয়াসির বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। অভিযোগকারী বলেছে, বিষয়টি পুলিশকে জানালে ইয়াসির তাকে বলেন যে, তিনি আমাকে একটি ফ্ল্যাট কিনে দেবেন এবং আগামী ১৮ বছরের জন্য আমার খরচও বহন করবেন।

পাকিস্তানের টিভি চ্যানেল জিও টিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, মামলার অভিযোগে ভুক্তভোগী কিশোরী বলেছে, ‘ইয়াসির এবং তার বন্ধু ফারহান আমাকে বন্দুকের মুখে ধর্ষণ করেছেন। আমি যখন ইয়াসিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি এবং বিষয়টি তাকে বলি, তখন তিনি আমাকে মজা করে বলেন, তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পছন্দ করেন। ’

কিশোরী আরও অভিযোগ করেছে, টেস্ট ক্রিকেটার ইয়াসির তাকে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়েছেন। যদি এটি কারও কাছে প্রকাশ করা হয়, তবে এর ‘গুরুতর পরিণতি’ হবে। কিশোরী বলেছে, ‘ইয়াসির শাহ বলেছেন, তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চেনেন। ’ কিশোরী আরও বলেছে, ‘ইয়াসির শাহ ও ফারহান ভিডিও করে নাবালিকাদের ধর্ষণ করেন। ’

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।