ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বস্ত্রখাতে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ ২ কোটি ডলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, ডিসেম্বর ২৩, ২০১৫
বস্ত্রখাতে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ ২ কোটি ডলার

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ২ কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন বস্ত্র রফতানিকারকরা। এতো দিন এ তহবিল থেকে একজন রপ্তানিকারক সর্বোচ্চ দেড় কোটি ডলার ঋণ নিতে পারতেন।



বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, বিটিএমএর সদস্য কারখানাগুলো রপ্তানি উন্নয়ন তহবিল থেকে (ইডিএফ) গৃহীত ঋণের পরিমাণ দেড় কোটি ডলার থেকে বৃদ্ধি করে ২ কোটি ডলার করা হলো।

বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংক শাখার মাধ্যমে গ্রাহককে আবেদন করে এ ঋণ নিতে হয়। ২০১৪ সালের জুন মাসে এ তহবিল থেকে ঋণের পরিমাণ এক কোটি ২০ লাখ থেকে দেড় কোটি ডলার করেছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।