ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

একই দিনে দেশে ‘টাইগার ৩’ মুক্তির দাবি সালমান ভক্তদের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, নভেম্বর ১১, ২০২৩
একই দিনে দেশে ‘টাইগার ৩’ মুক্তির দাবি সালমান ভক্তদের

বলিউড ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘টাইগার ৩’ ঘিরে উন্মাদনা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। রোববার (১২ নভেম্বর) মুক্তি পাবে সিনেমাটি।

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নিয়ে যেমন ভারতের দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা দেখা গেছে, তেমনি উন্মাদনার কমতি নেই বাংলাদেশেও।

এদেশে সালমান খানের রয়েছে অগণিত ভক্ত। আর সালমানের সিনেমা মানেই ভক্তদের জন্য বিশেষ এক উৎসবের মতো। ‘পাঠান’ ও ‘জওয়ান’র মতো ‘টাইগার ৩’ নিয়েও দেশীয় সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই।

এখন প্রশ্ন একটাই, কবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টাইগার ৩’? শাহরুখ খানের ‘জওয়ান’র মতো একইদিনে মুক্তি পাবে নাকি এর আগে শাহরুখের ‘পাঠান’ ও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’র মতো দেরিতে মুক্তি পাবে!

দেশে সিনেমাপ্রেমীদের দাবি অবশ্য একটাই, ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশেও আসুক ‘টাইগার ৩’। এর আগে বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে আসছে ‘টাইগার ৩’। তবে একই সময়ে এটি মুক্তি পাবে কিনা, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

এদিকে, ঢাকা এবং চট্টগ্রামে একযোগে বাংলাদেশের সালমান খান ভক্তরা গেট টুগেদারের আয়োজন করেছে। ‘টাইগার ৩’ একই দিনে মুক্তির ঘোষণা আমদানিকারক জাজের কর্ণধার আব্দুল আজিজ দিয়ে থাকলেও এখনও অফিশিয়াল কোনো খবর পাওয়া যায়নি। এ জন্য ঢাকার সনি স্কয়ারে এবং চট্টগ্রাম জিইসি মোড়ে সালমান ভক্তরা সিনেমাটি একই দিনে মুক্তির দাবি তুলেছেন।

একই দিনে মুক্তির দাবি তুলে ব্যানার হাতে দাঁড়িয়েছেন শাহজালাল তানভীর, তুহিন ফারুক, সাকিব চৌধুরী, ফাহিম শাহরিয়ার, আবরার ফয়সাল, ইয়াসিন, তানজিল আহমেদ, কেয়া শার্মা, সানজানা খানসহ অসংখ্য সালমান ভক্ত।

মণীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি। শাহরুখ খান এতে ক্যামিও হিসেবে হাজির থাকবেন। হৃতিক রোশনও থাকছেন ‘টাইগার ৩’ সিনেমায়।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।