ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের মুর‌্যাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, ডিসেম্বর ১২, ২০১৮
পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের মুর‌্যাল উদ্বোধন সুচিত্রা সেনের মুর‌্যাল উদ্বোধন। ছবি: বাংলানিউজ

পাবনা: উপমহাদেশের প্রখ্যাত কিংবদন্তী মহানায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে ‘মুর‌্যাল’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) সকালে পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের মুর‌্যালটি উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি আকতারুজ্জামান আকতার, চিত্রশিল্পী রিঙকু অনিমিকসহ স্থানীয় সাংস্কৃতিকর্মীরা।

উদ্বোধনকালে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিকে ধরে রাখতে মুর‌্যালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমবারের মতো পাবনাতে কোনো মহান ব্যক্তির মুর‌্যাল স্থাপন করা হলো।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।