ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

খোঁজ মিললো শাহরুখের অবিকল নারীর!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, ডিসেম্বর ৩১, ২০২১
খোঁজ মিললো শাহরুখের অবিকল নারীর! শাহরুখ খান-দীক্ষিতা

বলিউড বাদশা শাহরুখ খানের মতো দেখতে এক যুবক কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। এবার আরও একজনের সন্ধান মিললো যেও দেখতে অবিকল কিং খানের মতোই।

তবে এবার আর পুরুষ নন, দেখতে প্রায় শাহরুখের মতো এমন নারীর খোঁজ পাওয়া গেল।  

ওই নারীর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখের বেশে দেখা গেছে ওই নারীকে।

অবিকল শাহরুখের মতো দেখতে তাও আবার নারী! বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। পরে জানা যায়, ভিডিওটির আসল রহস্য।  

জানা গেছে, ভিডিওতে যা উঠে এসেছে সেটি পুরোটাই মেকআপের কারসাজি। যে মেয়েটিকে দেখা গেছে তার নাম দীক্ষিতা। যিনি পেশায় একজন মেকআপ আটিস্ট। তাই মেকআপ করেই কিছু সময়ের জন্য নিজের মুখে শাহরুখের বেশ ধরেছিলেন তিনি।  

দীক্ষিতা এই বিষয়টি ভিডিও করে শেয়ার করেছেন। যা দেখে রীতিমতো চমকে গেছেন শাহরুখের ভক্তরা। তবে দীক্ষিতার এমন কর্মদক্ষতা বেশ প্রশংসিত হচ্ছে মানুষের কাছে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।