ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ভেনেজুয়েলার বিপক্ষে জয়ই লক্ষ্য ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, নভেম্বর ১৪, ২০২৪
ভেনেজুয়েলার বিপক্ষে জয়ই লক্ষ্য ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। প্যারাগুয়ের বিপক্ষে হারার পর চিলির বিপক্ষেও বিবর্ণ দেখা যায় তাদের।

যদিও জয় পায়। কিন্তু পেরুর বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়ায় তারা। এই ছন্দ ধরে রেখে ভেনেজুয়েলার বিপক্ষেও জয়ের আশা প্রকাশ করেছেন দলের তরুণ ফুটবলাররা।

আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পরের ম্যাচে উরুগুয়েকে মোকাবেলা করবে তারা। এই দুই ম্যাচের জন্য ডাক পেয়েছৈন এস্তেভাও উইলিয়ান আলমেইদা। ১৭ বছর বয়সী এই উইঙ্গার এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে জয়ের আশা প্রকাশ করেছেন।

ব্রাজিলিন ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলে খেলা গুরুত্বপূর্ণ ফুটবলাররা আছে তাদের দলে। আমরা জানি, এই ম্যাচ খুব কঠিন হতে চলেছে। তবে মাঠে আমরা সব বাধা অতিক্রম করব এবং সৃষ্টিকর্তা চাইলে জয় নিয়েই মাঠ থেকে বের হবো। ’

এদিকে ২৩ বছর বয়সী ভেন্দেরসনের মুখেও একই কথা। ভেনেজুয়েলাকে সহজ প্রতিপক্ষ মানছেন না তিনি। তবে জেতার সর্বোচ্চ করবেন বলে তিনি জানান, ‘নিজেদের মাঠে তারা শক্তিশালী। আমরা তাদের নিয়ে গবেষণা করেছি। নিজেদের ছন্দ ধরে রেখে আমরা জয়ের চেষ্টা করব। আমার মনে হয় না, সহজ প্রতিপক্ষ বলতে কিছু আছে। ভেনেজুয়েলাও সহজ হবে না, বিশেষ করে তাদের মাঠে। তবে আমরা নিজেদের ছন্দমতো খেলে জিততে চেষ্টা করব। ’

বাংলাদেশ সময় আজ রাত ৩টায় ভেনেজুয়েলার মাঠে নামবে ব্রাজিল। আগামী বুধবার তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে তারা। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। আর ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকা উরুগুয়ে রয়েছে তিন নম্বরে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘন্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।