ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ: একই গ্রুপে মোহামেডান-আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, নভেম্বর ২০, ২০২৪
বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ: একই গ্রুপে মোহামেডান-আবাহনী

চ্যালেঞ্জ কাপ দিয়ে এবারের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে। এরপর মাঠে গড়াবে বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ।

১০ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩ ডিসেম্বর থেকে। আগামী বছর ২ মে ফাইনালে মাধ্যমে আসর শেষ হবে।  

আজ বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। এবারের আসরে একই গ্রুপে পড়েছে মোহামেডান-আবাহনী।

এবারের ম্যাচগুলো তিনটি ভেন্যুতে আয়োজিত হবে। ভেন্যুগুলো হলো- বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম (কুমিল্লা), রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম (ময়মনসিংহ)।

বসুন্ধরা কিংস ছিল এবার ছিল এক নম্বর পটে। তাদের সঙ্গে ছিল রানারআপ মোহামেডান। দুই নম্বর পটে বাংলাদেশ পুলিশ এফসি এবং আবাহনী লিমিটেডের নাম ছিল। ড্রতে 'বি' গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল আবাহনী এবং মোহামেডান। তাদের সঙ্গে রয়েছে চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ  এবং ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব।  

'এ' গ্রুপে রয়েছে গত মৌসুমের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন এবং ঢাকা ওয়ান্ডারার্স।  

ফেডারেশন কাপের হাইভোল্টেজ ম্যাচে ৭ জানুয়ারি মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।