ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

চেলসির সঙ্গে টেরির ১ বছরের চুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, মে ১৮, ২০১৬
চেলসির সঙ্গে টেরির ১ বছরের চুক্তি জন টেরি-ছবি:সংগৃহীত

ঢাকা: চেলসির সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করলেন অভিজ্ঞ ডিফেন্ডার জন টেরি। নুতন এই চুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন ইংলিশ ক্লাবটির মালিক রোমান আব্রাহামোভিচ ও নতুন কোচ অ্যান্তোনিও কোন্তে।

এই চুক্তির ফলে টানা ২২ মৌসুম ব্লুজদের সেঙ্গ পার করবেন টেরি। ‘আমি সামনের মৌসুমের দিকে তাকিয়ে আছি। আশা করি নতুন কোচের অধীনে আমারা সফল হবো। ’

এর আগে গত ফেব্রুয়ারিতে টেরি জানিয়েছিলেন চেলসি তার সঙ্গে নতুন কোন চুক্তির ব্যাপারে প্রস্তাব করেনি। তবে অবশেষে আর এক বছর তাকে স্ট্যামফোর্ড ব্রিজে দেখা যাবে।

মাত্র ১৪ বছর বয়সে চেলেসিতে যোগ দেন টেরি। আর এখন পর্যন্ত দলটির হয়ে ৭০৩টি ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১৮ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।