ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

সবচেয়ে পরিপূর্ণ ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, ফেব্রুয়ারি ৯, ২০১৭
সবচেয়ে পরিপূর্ণ ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অরের পর ফিফা বর্ষসেরা। বিশ্বের সেরা খেলোয়াড়ের আসনে এখন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ আইকনকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন তারই সাবেক ক্লাব সতীর্থ। ক’দিন বাদেই আবার চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবেন দু’জন।

নাপোলির স্প্যানিশ ফরোয়ার্ড জোসে ক্যালিজনের চোখে, রোনালদোই বিশ্বসেরা ও সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। রিয়ালের বিপক্ষে নাপোলির শেষ ষোলোর প্রথম লেগ সামনে রেখে মেসি-রোনালদো বিতর্কে সিআর সেভেনকে এভাবেই বর্ণনা করেছেন তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে।

উয়েফার ইন্সটাগ্রাম পেজে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বের সেরা খেলোয়াড় কে এমন প্রশ্নে ক্যালিজনের প্রতিক্রিয়ায়, ‘আমার মতে এটা ক্রিস্টিয়ানো (রোনালদো)। আমি মনে করি, সে সবচেয়ে কমপ্লিট (পরিপূর্ণ) খেলোয়াড়।

২০১৩ সালে মাদ্রিদ ছেড়ে নাপোলিতে যাওয়ার পর এ প্রথম স্প্যানিশ রাজধানীতে ফিরছেন ক্যালিজন। তার ফুটবলের হাতেখড়ি রিয়ালের যুব একাডেমিতে।

লস ব্লাঙ্কসদের ‘সি’ ও ‘বি’ সিনিয়র দল হয়ে ২০০৮ সালে যোগ দেন এসপানিওলে। পেশাদার ফুটবলে সেখানে তিন মৌসুম কাটিয়ে শৈশবের ক্লাবটিতে প্রত্যাবর্তন করেন। গ্যালাকটিকোদের মূল দলে দুই মৌসুম (২০১১-১৩) খেলে পাড়ি জমান নাপোলিতে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।