ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

টাকার খেলায় রোনালদোকে হটিয়ে শীর্ষে মেসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, জুন ৬, ২০১৮
টাকার খেলায় রোনালদোকে হটিয়ে শীর্ষে মেসি ছবি: সংগৃহীত

ফুটবলারদের মধ্যে বিশ্বে সবচেয়ে ধনী কে? এমন প্রশ্নের উত্তরে গত দু’বার ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার তাকে হটিয়ে শীর্ষে জায়গা করে নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোবর্সের করা ১০০ শীর্ষ ধনী খেলোয়াড়ের তালিকায় অবশ্য মেসি দ্বিতীয়।

এই তালিকায় শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লোয়েড মেওয়েদার। খেলা ও বিজ্ঞাপন থেকে তার মোট আয়ের পরিমাণ ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

দ্বিতীয়স্থানে থাকা আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মেসি ১১১ মিলিয়ন আয় করেছেন। ১০৮ মিলিয়ন আয় করে শীর্ষ থেকে তিনে নেমে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।

৯৯ মিলিয়ন মার্কিন ডলারে চতুর্থ অবস্থানে রয়েছে মিক্স মার্শাল আর্টের তারকা কনর ম্যাকগ্রেগর। ৯০ মিলিয়ন নিয়ে পঞ্চমস্থানে ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ০৬ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।