ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

জুভেন্টাস ছেড়ে ধারে মিলানে হিগুয়াইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, আগস্ট ২, ২০১৮
জুভেন্টাস ছেড়ে ধারে মিলানে হিগুয়াইন গনজালো হিগুয়াইন-ছবি: সংগৃহীত

ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ছেড়ে ধারে এসি মিলানে পাড়ি দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গনজালো হিগুয়াইন।

২০১৮-১৯ মৌসুমের জন্য এসি মিলানে যোগ দিয়েছেন হিগুয়াইন। তবে মিলান চাইলে তাকে পূর্ণ সময়ের জন্য রেখে দিতে পারবে।

এক বছরের ধারের বিনিময়ে জুভেন্টাসকে ১৮ মিলিয়ন ইউরো পরিশোধ করবে এসি মিলান। আর ভবিষ্যতের সম্ভাব্য ট্রান্সফার ফি নির্ধারণ করা হয়েছে ৩৬ মিলিয়ন ইউরো।

মূলত রিয়াল মাদ্রিদ ছেড়ে ১১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে আগমনের পর থেকেই হিগুয়াইনের মিলান পাড়ি দেওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

জুভেন্টাসের হয়ে ১০৫ ম্যাচে ৫৫ গোল করা হিগুয়াইন দুইবার করে সিরি আ’ আর কোপা ইতালিয়ার শিরোপা জেতার পাশাপাশি ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার স্বাদ পেয়েছেন।

এদিকে এসি মিলান থেকে ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চিকে এক বছর পর আবার ফিরিয়ে আনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে জুভেন্টাস। এর বিনিময়ে জুভেন্টাস ধারে ইতালিয়ান সেন্টার-ব্যাক গাত্তোসোকে মিলানে পাঠাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।