ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

কোপা শুরুর আগেই ইনজুরিতে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, মে ২৯, ২০১৯
কোপা শুরুর আগেই ইনজুরিতে নেইমার কোপা শুরুর আগেই ইনজুরিতে নেইমার-ছবি:সংগৃহীত

কোপা আমেরিকা শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ইতিমধ্যে দল গুলো শুরু করেছে প্রস্তুতি। তবে কোপা আমেরিকা শুরুর আগেই দুঃসংবাদ এলো ব্রাজিল শিবিরে। ইনজুরিতে পড়েছেন নেইমার। মঙ্গলবার (মে ২৮) অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তিনি।

পরে মাঠ ছাড়েন তিনি। তবে ইনজুরি কতটুকু গুরুতর তা জানা যায়নি।

কিন্তু নিঃসন্দেহে ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা এটি। এর আগে ব্রাজিল দলের অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয় নেইমারকে।

বর্তমানে নেইমার পিএসজি’র হয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে রেনের বিপক্ষে হারের পর প্রতিপক্ষের এক সমর্থকের মারধরের কারণে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেইমার আপিল করেছেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘন্টা, মে ২৯, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।