ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৭ অক্টোবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২১, জুলাই ৫, ২০১৯
মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৭ অক্টোবর ছবি-সংগৃহীত

আগামী ১৮ আগষ্ট থেকে মাঠে গড়াবে স্প্যানিশ ফুটবল লিগের ২০১৯-২০ মৌসুমের খেলা। বৃহস্পতিবার (০৪ জুলাই) লা লিগা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সময়সূচী প্রকাশ করেছে। সূচী অনুযায়ী আগামী ২৭ অক্টোবর এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে।

গতবারের মতো এবারও প্রথমে রিয়াল মাদ্রিদ আতিথ্য নেবে বার্সেলোনার মাঠে। অর্থাৎ ক্যাম্প ন্যুয়ে হবে প্রথম এল ক্লাসিকো।

ফিরতি লেগের ম্যাচে ২০২০ সালে ০১ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে পরের এল ক্লাসিকো। ২৯ সেপ্টেম্বর মাদ্রিদ ডার্বিতে ওয়ান্দা মেত্রোপোলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। আর ২০২০ সালে ০২ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে হবে পরের মাদ্রিদ ডার্বি।

সেল্টা ভিগোর মাঠে ১৮ আগষ্ট ম্যাচ দিয়ে শুরু হবে রিয়াল মাদ্রিদের লা লিগা মৌসুম। অন্যদিকে বার্সেলোনাও অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু করবে এবারের মৌসুম। একই দিনে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। ১৮ আগষ্ট লা লিগার ২০টি দলই মাঠে নামবে।

এদিকে গত মৌসুমে খুবই বাজে সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। কোন শিরোপাই জিততে পারে নি লস ব্লাঙ্কোসরা। বরং তিনবার পাল্টাতে হয়েছে কোচ। জিনেদিন জিদানের অধীনে তাই নতুনভাবে শুরু করতে চায় গ্যালাকটিকোরা।  

অন্যদিকে বার্সেলোনা লিগ শিরোপা জিতেলে খুব একটা ভাল সময় যায়নি তাদের। চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ কোপা ডেল রে’র শিরোপা হাতছাড়া হওয়ায় মেসিদের স্বপ্নভঙ্গ হয় ট্রেবল শিরোপা জয়ের। তাইতো আর্নেস্তো ভালভার্দের নেতৃত্বে মৌসুমটা নতুন উদ্দমে শুরুর লক্ষ্য বার্সেলোনার।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।