ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

গার্দিওলাকে কোচ হিসেবে পেলে আমরা সব জিততাম: রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, সেপ্টেম্বর ১৩, ২০১৯
গার্দিওলাকে কোচ হিসেবে পেলে আমরা সব জিততাম: রুনি রুনি ও গার্দিওলা: ছবি-সংগৃহীত

ইংল্যান্ডের ‍জার্সিতে ছয়টি প্রধান টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন ওয়েইন রুনি। কিন্তু থ্রি লায়ন্সদের কখনো কোয়ার্টার ফাইনালের বাধা পার করাতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড। সেই কষ্ট হয়তো এখনো তাড়িয়ে বেড়ায় ইংলিশদের সর্বোচ্চ গোলদাতাকে।

নিজ দলের একজন ভালো কোচের যে অভাব ছিল তা ফুটে ওঠেছে রুনির মুখে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড দাবি করেছেন, সোনালি প্রজন্মের সময় যদি সাবেক বার্সা ও বর্তমানে ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলা ইংল্যান্ডের কোচ হিসেবে থাকতেন তবে থ্রি লায়ন্সরা অনেক শিরোপা জিততে পারতো।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মনে করেন, এক দশক আগে ইংল্যান্ডের যে সোনালি প্রজন্ম ছিল তা ছিল বিশ্বের সেরা স্কোয়াড। অথচ যাদের কপালে কোনো প্রধান আর্ন্তজাতিক শিরোপা জুটেনি।  

সেই সময়ের কথা বলতে গিয়ে রুনি জানান, ‘আমাদের দশ বছর আগের দলের দিকে তাকান এবং যৌক্তিকভাবে আমারা ছিলাম বিশ্ব ফুটবলের সেরা দল। রিও ফার্দিনান্দ, জন টেরি, অ্যাশলে কোল, স্টিভেন জেরার্ড, পল স্কোলস, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ডেভিড বেকহাম, আমি, মাইকেল ওয়েন আমাদের দলে ছিল। আমাদের দলে যদি গার্দিওলা কোচ থাকতো, আমরা সব জিততে পারতাম, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ’ 

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।