ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৩, সেপ্টেম্বর ২৮, ২০১৯
অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবের জয়োল্লাস

ঢাকা: অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় সেমিফাইনালে সাকিবের হ্যাটট্রিকে ঢাকা আবাহনী লিমিটেডকে ৫-০ গোলের বড় ব্যবধানের হারিয়েছে সাইফ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সাইফ। ৩৮ মিনিটে সাকিবের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব।

৪১ মিনিটে সুজর মাহাতের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।
 
দ্বিতীয়ার্ধের ৬১ ও ৮৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাকিব। এর মাঝে অপর গোলটি করেন তাজ। আগামী ৩০ সেপ্টেম্বর ফাইনালে নোফেল স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব।
 
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।