ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়লেন ক্লপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, জুন ২৬, ২০২০
প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়লেন ক্লপ ইয়ুর্গেন ক্লপ

দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘনিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। সেই সঙ্গে এক ব্যক্তিগত ইতিহাসও গড়লেন অ্যানফিল্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ। ইংল্যান্ডের শীর্ষ ফুটবলের ১৩১ বছরের ইতিহাসে প্রথম জার্মান কোচ হিসেবে শিরোপা জিতলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দিবাগত রাতে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারায় চেলসি। সিটিজেনদের হারে ৭ ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয় লিভারপুলের।

 

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের নাম প্রিমিয়ার লিগ হওয়ার পর এবারই প্রথম শিরোপা জিতল অলরেডরা। এটি তাদের ১৯তম প্রিমিয়ার লিগ শিরোপা। লিভারপুল সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে।  

লিভারপুল প্রিমিয়ার লিগে পরের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ইতিহাদ স্টেডিয়াম যাওয়ার আগে শিরোপা নিশ্চিত করা অলরেডদের পয়েন্ট ৩১ ম্যাচে ৮৬। চলতি মৌসুমে তারা ২৮ জয়ের পাশাপাশি হেরেছে এক ম্যাচে। ড্র করেছে ২ ম্যাচ। সমান ম্যাচে ২৯ জয়, ৮ পরাজয় ও ৩ ড্র নিয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে গত দুই আসরের চ্যাম্পিয়ন সিটি।  

২০১৫ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলে যোগ দেন ক্লপ। ২০০৭ সালের পর গত আসরে অলরেডদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি। এবার এনে দিলেন অপেক্ষার প্রিমিয়ার লিগ।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।