ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

শেষ মুহূর্তের গোল হজমে হার দেখল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, এপ্রিল ১৮, ২০২১
শেষ মুহূর্তের গোল হজমে হার দেখল জুভেন্টাস জুভেন্টাসকে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠল আতালান্তা।

ইতালিয়ান সিরি’আ লিগে শেষ দিকের গোল হজমে হার দেখলো জুভেন্টাস। আন্দ্রে পিরলো শিষ্যদের হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠল আতালান্তা।

রোববার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছে জুভেন্টাস। বদলি নেমে ম্যাচের ৮৭তম মিনিটে ব্যবধান গড়ে দেন আতালান্তার রুসলান মালিনোভস্কি।

এই হারে চারে নেমে গেল জুভেন্টাস। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে আতালান্তা। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। এক ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্টে দ্বিতীয়স্থানে রয়েছে এসি মিলান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।