ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

শীতে মুখে মেছতা?

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, জানুয়ারি ২৩, ২০২৫
শীতে মুখে মেছতা? মুখের ত্বকে মেছতা।

শীতে সঠিকভাবে ত্বকে যত্ন না নিলে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। মুখে গাঢ় কালো বা বাদামি দাগ বসে মেছতা হতে পারে।

মনে রাখতে হবে, মেছতার দাগ দ্রুত যায় না। এর পেছনে সময় এবং ধৈর্য রাখতে হবে। মেছতা হলে দুশ্চিন্তা না করে যত্ন নিন। মেনে চলুন কিছু নিয়ম। তাহলেই দূর হবে অবাঞ্চিত মেছতার বিরক্তিকর দাগ।   

যা করবেন 

* মেছতা কার্যকরভাবে মোকাবিলা করার জন্য দিনে অন্তত দুই লিটার পানি পান করুন।

* রাতে ঘুমাতে হবে পর্যাপ্ত 

* ত্বকে বাইরে বেরোনো বা রান্নার সময় কখনই সানস্ক্রিন ক্রিম লাগাতে ভুলবেন না 

* সপ্তাহে অন্তত একবার চালের গুঁড়া ও টকদই দিয়ে নিয়মিত মুখে স্ক্র্যাবিং করতে হবে। এতে মুখের অবাঞ্ছিত দাগ অনেকটাই কমবে

* মেছতার বসে যাওয়া দাগ দূর করতে এক চা চামচ করে মুলতানি মাটি, চন্দনের গুঁড়া, টকদই ও মধু একসঙ্গে মিশিয়ে নিন।

* স্ক্র্যাবের জন্য চিনির গুঁড়া ও অলিভ অয়েল দিয়ে হালকা মাসাজ করে রেখে দিন, ২০ মিনিট পর পাতলা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন 

* গোলাপজল ও সমপরিমাণ লেবুর রসের সঙ্গে শসা অথবা আলুর রস মিশিয়ে তুলার সাহায্যে মেছতার দাগে লাগাতে হবে। এতে ধীরে ধীরে দাগ কমবে  

* ত্বকে কোমল রাখতে হালকা ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার রাখুন ও নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।  

* যদি দেখেন মেছতার দাগ যাচ্ছেই না, তাহলে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।