ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

শাড়ি মিউজিয়ামে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, মার্চ ১৬, ২০১৭
শাড়ি মিউজিয়ামে শাড়ি মিউজিয়াম

শাড়ি নারীর কাছে সব সময়ই পছন্দের পোশাক। বিভিন্ন উৎসবে বাঙালি নারীর সাজে শাড়ি না হলে চলেই না।

সব ধরনের উৎসবকে পূর্ণতা দিতে গুলশান শাড়ি মিউজিয়াম নান্দনিক সব শাড়ি দিয়ে সাজিয়েছে তাদের কালেকশন।

স্বাধীনতা দিবস ও বৈশাখ উপলক্ষে সিল্ক, সুতি, জর্জেট সুতায় বোনা শাড়ি ও থ্রিপিসগুলোর ডিজাইনে থাকছে লাল-সাদা ও লাল-সবুজের প্রাধান্য।

 

এছাড়াও দেশি বিদেশি নামকরা ডিজাইনারদের ডিজাইন করা লেহেঙ্গা, শাড়ি ও পার্টি ড্রেসতো থাকছেই।  

যোগাযোগ: দোকান নং: ৯৭-১০০,  এবং ৭৫-৭৬ ব্লক- সি লেভেল: ৪ বসুন্ধরা সিটি, দোকান নং: ৯ ব্লক: এ লেন: ৮, ১৫/২ রোড- ৪ ব্লক- এ সেকশন- ১০,  মিরপুর বেনারসি পল্লী ও গুলশান পিংক সিটি বেজমেন্ট।  

ফোন:  ০১৭০৮৫৭৬১৩০-১।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।