ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

একুশ বাঁচে অবিরত

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
একুশ বাঁচে অবিরত সাদাকালোর আয়োজন

একুশে ফ্রেব্রুয়ারি আজ শুধু বাঙালির শোকের দিন নয়। একুশে ফ্রেব্রুয়ারি সমগ্র বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

বাঙালি আজ একুশ পালন করে গর্বে- ভাষার প্রতি ভালোবাসায়। কবি অনিল সরকারের লেখা একুশে ফেব্রুয়ারি কবিতার চরণ, “একুশ বাঁচে অবিরত” দিয়ে সাজানো হয়েছে এবারের সাদাকালোর আয়োজন।

শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, শার্ট, টি-শার্ট থাকছে পরিবারের সবার জন্য একুশের পোশাকে।  

কবিতার চরণের সংগে বাংলার বর্ণমালাকে ব্যবহার করা হয়েছে ব্লক প্রিন্টে, স্ক্রিন প্রিন্টে এবং এমব্রয়েডারিতে। আন্তর্জাতিক  মাতৃভাষা দিবসকে সামনে রেখে সকল শোরুমে চলছে সাদাকালোর একুশের পোশাক প্রদর্শনী।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।