ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, মে ১৬, ২০২৪
যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে দ্রুত নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  

তিনি জানান, আগুনে ট্রেনের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ