ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, মার্চ ২৯, ২০২৫
মেহেরপুরে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রতীকী ছবি

মেহেরপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের কচুইখালি গ্রামের সভাপতি তোফায়েল হোসেন খোকন (৪৮) ও ৬ নং ওয়ার্ড কড়ইগাছি বামন্দী গ্রামের কৃষক লীগের সভাপতি আবু বকর।

গাংনী থানা পুলিশের পৃথক দুটি টিম শুক্রবার (২৮ মার্চ) রাতে ও বিকেলের দিকে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে কৃষকলীগের সভাপতি আবু বক্করকে শুক্রবার বিকেলে আদালতে নিলে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন আদালতের বিজ্ঞ বিচারক। এছাড়া গ্রাম আওয়ামী লীগের সভাপতি তোফায়েলকে আজ শনিবার কালের দিকে আদালতে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ