ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলছে আশুরার ছুটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জুন ২৭, ২০২৫
সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলছে আশুরার ছুটি

ঢাকা: সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে আশুরার সরকারি ছুটি। ফলে জুলাইয়ের শুরুতেই তিনদিন টানা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, ৬ জুলাই (রোববার) ১০ মহররম পালিত হবে, যা আশুরা নামে পরিচিত। এদিন সারা দেশে সরকারি ছুটি থাকবে।

এর আগে ৪ জুলাই (শুক্রবার) ও ৫ জুলাই (শনিবার) যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে অফিস আদালতসহ বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কার্যত টানা তিন দিনের ছুটি ভোগ করবেন কর্মজীবীরা। অনেকেই এই সময়টাকে ঘরোয়া সময় কাটানো বা ছোট ট্রিপের জন্য ব্যবহার করতে পারেন।

এদিকে, আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পবিত্র ১০ মহররমে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল, মাতমসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে থাকে। পাশাপাশি দিনটি ইসলামের ইতিহাসে এক শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিবস হিসেবে সুন্নি মুসলমানদের কাছেও গভীর শ্রদ্ধায় স্মরণীয়।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ