ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চালের দাম: বাজার মনিটরিং জোরদার করার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, ডিসেম্বর ৩০, ২০২০
চালের দাম: বাজার মনিটরিং জোরদার করার সুপারিশ

ঢাকা: চালের দাম বৃদ্ধিতে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় নিয়ন্ত্রিত চাল আমদানির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার(৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং বেগম আঞ্জুম সুলতানা অংশ নেন।

বৈঠকে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বিধায় নিয়ন্ত্রিত চাল আমদানির ওপর গুরুত্বারোপ করা হয়। চালের দাম বৃদ্ধিতে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সুপারিশ করা হয়।

কমিটি ওএমএস-এর আওতায় ত্রিশ টাকা দরে চাল বিক্রির কার্যক্রম জেলা পর্যায়ে আরো জোরদার করার সুপারিশ করে।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্ব ৩০, ২০২০
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ