ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কাতারের সঙ্গে ১.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করলেন ট্রাম্প

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, মে ১৫, ২০২৫
কাতারের সঙ্গে ১.২ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করলেন ট্রাম্প ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চলমান মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবের পর এবার কাতার সফর করলেন। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে কাতারকে গন্তব্য হিসেবে বেছে নিলেন।

   

কাতারের আকাশে পৌঁছানোর পরই ট্রাম্পের বিমানকে কাতারি সামরিক জেট যুদ্ধবিমানগুলো নিরাপত্তা বেষ্টনিতে নেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আঞ্চলিক বিমানঘাঁটি কাতারে অবস্থিত এবং এই দেশটি বিশ্বব্যাপী বিভিন্ন সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে সেই মধ্যস্থতাকারী ভূমিকার বিষয়টিই গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে।

বৈঠক শেষে দুই নেতা ঘোষণা দেন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হয়েছে, যার মাধ্যমে আগামী কয়েক বছরে মোট ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে।

এই চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০ থেকে ২১০টি বিমান কিনবে। আগামী সাত বছরের মধ্যে এই বিমানের উৎপাদন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। এছাড়াও, যুক্তরাষ্ট্রভিত্তিক জেনারেল ইলেকট্রিক (জিই) কোম্পানি এসব বিমানের ইঞ্জিন সরবরাহ করবে।

এই সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কাতারে তার প্রথম রাষ্ট্রীয় সফর সম্পন্ন করলেন। বৃহস্পতিবার(১৫ মে) তিনি মধ্যপ্রাচ্য সফরের শেষ গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন এবং শুক্রবার দেশে ফিরে যাবেন বলে জানানো হয়েছে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।