ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুদ্ধ জয়ের দাবি করে মিথ্যা বলছেন খামেনি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, জুন ২৮, ২০২৫
যুদ্ধ জয়ের দাবি করে মিথ্যা বলছেন খামেনি: ট্রাম্প

ইরানে ইসরায়েলি হামলা নিহত শীর্ষ কর্মকর্তাসহ ৬০ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে তেরহানে। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে নিজের ট্রুথ সোশ্যালে হঠকারী মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার ভাষ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় জানার পরও তাকে হত্যার অনুমতি তিনি দেননি। অথচ, খামেনি এখন মিথ্যা বলছেন।

শনিবার (২৮ জুন) কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

খবরে বলা হয়, কড়া ভাষায় ইরানকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির ‘যুদ্ধ বিজয়ের ঘোষণা’ নিয়ে কটাক্ষ করেছেন। ট্রাম্পের দাবি, খামেনি ‘যুদ্ধ জয়ের দাবি করে মিথ্যা বলছেন। ’

ট্রাম্প খুব জোর দিয়ে বলেছেন, আমি জানতাম ঠিক কোথায় তিনি (খামেনি) আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আমি ইসরায়েল বা মার্কিন সেনাবাহিনীকে তার জীবন কেড়ে নেওয়ার অনুমতি দিইনি।

তিনি দাবি করেন, সম্প্রতি তিনি ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চিন্তা করছিলেন। কিন্তু খামেনির বক্তব্যের পর তিনি সে পরিকল্পনা বাতিল করেন।

ট্রাম্পের এমন হঠকারিতার পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই সমঝোতায় আসতে চান, তাহলে তাকে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি অসম্মানজনক ও অগ্রহণযোগ্য ভাষা পরিহার করতে হবে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।