ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলি ড্রোন হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জুন ২১, ২০২৫
ইসরায়েলি ড্রোন হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের আরও একজন পরমাণু বিজ্ঞানী। নিহতের নাম ইসার তাবাতাবেই কামশেহ।

তেহরানের শরিফ ইউনিভার্সিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, কামশেহ তাদের একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

বিবৃতিতে বলা হয়, রাজধানী তেহরানের একটি আবাসিক ভবনে তিনি বাস করতেন। গত বৃহস্পতিবার সেই ভবনটিকেই লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কামশেহ ও তার স্ত্রী মানসৌরিয়েহ হাজিসালেম ঘটনাস্থলেই নিহত হন।

হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধ্বংসপ্রাপ্ত অ্যাপার্টমেন্ট ভবনের ছবি ছড়িয়ে পড়ে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।